ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মেহেরপুর জেলা বিএনপির নতুন আহবায়ক মিল্টন, সদস্য সচিব কামরুল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৭, ১৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুর জেলা বিএনপির নতুন আহবায়ক মিল্টন, সদস্য সচিব কামরুল

ছবি : মেসেঞ্জার

জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা বিএনপির ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, ছহিউদ্দিন ডিগ্রি কলেজেন সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সদস্য পদে জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নাম অনুমোদন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি আরও জানা গেছে, মেহেরপুর জেলা বিএনপির সঙ্গে মাগুরা জেলা বিএনপি ও খুলনা জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মেসেঞ্জার/মাহাবুব/তারেক