ছবি : মেসেঞ্জার
ফরিদপুরের সালথা লালন নবধারা সঙ্গীত একাডেমীর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার গৌড়দিয়া গ্রামে এক আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সালথা লালন নবধারা সঙ্গীত একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বেতারের গীতিকার ও সুরকার বাবু বলরাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, দেশের খ্যাতিমান বাউল শিল্পী পাগলা বাবলু, বিভূতী ভূষন সরকার, ভগিরত মালো, আবুল হোসেন বয়াতী, তানিয়া আক্তার, রিমা আক্তার বৃষ্টি সহ আরো অনেকে।
মেসেঞ্জার/নাজিম/তারেক