ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চরফ্যাসনে ময়লাভর্তি ড্রেনে পড়ে যুবকের মৃত্যু

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ১৪ ডিসেম্বর ২০২৪

চরফ্যাসনে ময়লাভর্তি ড্রেনে পড়ে যুবকের মৃত্যু

ছবি: মেসেঞ্জার

ভোলার চরফ্যাসনে সড়কের ওপর নির্মিত ড্রেনের কালভার্টের ওপর থেকে ড্রেনে পড়ে মো. মঞ্জু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা তাকে ড্রেন থেকে উদ্ধারে ব্যার্থ হয়ে চরফ্যাসন ফায়ার সর্ভিসকে খবর দিলে রাত ৯ টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপি চেষ্টায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের টাউন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত: আনোয়ার আলী মাঝির ছেলে এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক।

স্থানীয়রা জানান, যুবক মঞ্জু রাত ৮ টার সময় ড্রেনের ওপর নির্মিত কালভার্টের হাঁতুলীর ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ তিনি পা ফঁসকে ময়লাভর্তি গভীর ড্রেনে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা তৎক্ষণিক তাকে উদ্ধার চেষ্টায় ব্যার্থ হয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসকর্মীদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মিরা ঘণ্টাখানেক চেষ্টা করে ময়লা ভর্তি গভীর ড্রেন থেকে তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসাদুজ্জামান লিখন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ড্রেন থেকে যুবকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/সাইফুল/তুষার