ছবি: সংগৃহীত
দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের অবসরপ্রাপ্ত ৬৬ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রায় কোটি টাকার আনুতোষিক চেক বিতরণ করে অনন্য নজির সৃষ্টি করেছে। আনুষ্ঠানিকভাবে এ বিদায় সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক কর্মচারীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে নাসিরাবাদ কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী।
অনুষ্ঠানের সভাপতি নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কলেজের সার্বিক উন্নয়ন করাকে একটি ব্রত হিসেবে নিয়েছি। সকলের সহযোগিতায় এই কলেজকে একটি দেশসেরা বিদ্যাপীঠে পরিণত করতে চাই। এই কলেজকে শতভাগ ডিজিটালাইজড করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
আরো বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক মো. ফোরকান, অধ্যাপক লুৎফর রহমান আকন্দ, অধ্যাপক মো. মাহবুবুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যাপক মো. রেজাউল কিবরিয়া হিরু, অধ্যাপক মানিক লাল সাহা, অধ্যাপক রেজাউল কবির, মো. সাইফুল ইসলাম প্রমূখ।
মেসেঞ্জার/নজরুল/তুষার