ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজ লভ্য এবং সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে’

রংপুর ব্যুরো  

প্রকাশিত: ১৬:৪৮, ১৪ ডিসেম্বর ২০২৪

‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজ লভ্য এবং সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে’

ছবি : মেসেঞ্জার

কৃষি উৎপাদনের জন্য কৃষি পণ্য এবং উপকরণ সহজ লভ্য এবং সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছেন জাতীয়দাবাদি আইনজীবি ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ও বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুপ্রীম কোর্টের এ্যডভোকেট গোলাম রসুল বকুল।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের লালদীঘি বাজারে উপজেলা কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব মেনহাজুল আবেদীন, উপজেলা কৃষক দল সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।

এসময় সুপ্রীম কোর্টের এ্যডভোকেট বকুল বলেন, কৃষি ঋণ সুদমুক্ত ও সহজলভ্য করা এবং সার ও বীজের সংকট ও সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। কৃষি এবং কৃষককে বাঁচাতে হবে। সমাবেশে গামছা গলায় দিয়ে অংশ নেন নেতাকর্মীরা।

মেসেঞ্জার/মান্নান/তারেক