ছবি: মেসেঞ্জার
পাবনার ঈশ্বরদীতে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী'র আয়োজনে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শনিবার বিজ্ঞান ও গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগীতায় ও ঈশ্বরদী আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাইদ এর ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরদী মহিলা ডিগ্রি ও অনার্স কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী'র সভাপতি রিয়াজুল করিম, কেন্দ্র সচিব গোলাম আজম খাঁন।
এ বছর এ্যাসোসিয়েশন'র ২৭ টি কিন্ডারগার্টেন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণির মোট ৫৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
মেসেঞ্জার/সবুজ/তুষার