ছবি : মেসেঞ্জার
শনিবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের শুরুতে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সাকির্ট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ এর পরিচালক খন্দকার আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যাক্তি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধত্বর্ন ব্যাক্তিবর্গ। এসময়ে বক্তারা (১৪ ডিসেম্বরের) বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন আলোচনা করেন।
মেসেঞ্জার/পান্থ/তারেক