ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চট্টগ্রামের লোহাগাড়ায় শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ১৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়ায় শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

ছবি: মেসেঞ্জার

শনিবার (১৪ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে উপজেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ২ হাজার ১৪৩জন শিক্ষার্থী অংশ নেন। তার মধ্যে ছাত্র ৯২০ জন এবং ছাত্রী ১২২৩ জন। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রে আগত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরীক্ষার দিন সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শহিদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, ফাউন্ডেশনের আহ্বায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কেন্দ্র সচিব ও মোস্তফা বেগম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হাসান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এহেছানুল হক, আবুল হাসেম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, শহিদ ওয়াসিমের বাবা শফিউল আলম, চাচা রশিদ আহমেদ, মাহমুদুল করিম, ভগ্নিপতি গিয়াস উদ্দিন শিকদার, ইশমামের মা শাহেদা বেগম, পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক রানা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে নাজমুল মোস্তফা আমিন উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম ও লোহাগাড়ার ইশমামের স্মৃতি রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগে আজ প্রথমবারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হলো। আগামীতে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে এই ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা রাখবে।

মেসেঞ্জার/জেআরটি

আরো পড়ুন