ছবি: মেসেঞ্জার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাশেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদ্বেহী আত্নার মাগফেরাত ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মেসেঞ্জার/জেআরটি