ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পঞ্চগড়ে দুস্থ আনসার-ভিডিপি সদস্য ও চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ১৪ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড়ে দুস্থ আনসার-ভিডিপি সদস্য ও চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

ছবি: মেসেঞ্জার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতার্ত জনগোষ্ঠী হিসেবে দুস্থ আনসার-ভিডিপি সদস্য ও চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, সারাদেশে ৬০ লক্ষ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কাজ করছে। সমাজের দুর্দশাগ্রস্ত জায়গা সম্মিলিতভাবে শক্তির মাধ্যমে এগুলোকে সমাধান করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। আর শীঘ্রই সারাদেশে উপজেলা পর্যায়ে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ. এস. এম সাখাওয়াৎ হোসাইন প্রমুখ।

মেসেঞ্জার/দোয়েল/তুষার