ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সিংগাইরে চাঞ্চল্যকর হিছা খাঁ হত্যাকান্ডের প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ১৫ ডিসেম্বর ২০২৪

সিংগাইরে চাঞ্চল্যকর হিছা খাঁ হত্যাকান্ডের প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আলোচিত ও চাঞ্চল্যকর হিছা খা (৪৫) হত্যা মামলায় প্রধান আসামী ফয়সাল (১৯) ও হৃদয় ওরফে ফাহিমকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-০৪, সিপিসি-০৩, মানিকগঞ্জ।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর এলাকার চুন্নু খার ছেলে।

র‌্যাব জানান, রবিবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিংগাইর থানার আলোচিত ও চাঞ্চল্যকর হিছা খাঁ হত্যা মামলার প্রধান হত্যাকারী ফয়সাল (১৯) ও  হৃদয় ওরফে ফাহিমকে (২২) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর গ্রামে হিছা খার সাথে একই গ্রামের ফয়সাল, ফাহিম ও চুন্নু খার দীর্ঘদিন ধরে বাড়িতে প্রবেশ পথের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। চলতি বছরের ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভিকটিম মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে জনৈক গিয়াস উদ্দিনের বসতবাড়ি সংলগ্ন বাস্তায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা উক্ত আসামিগণ দেশীয় অস্ত্র নিয়ে হিছা খার উপর এলোপাতাড়ি হামলা করেন। এ সময় গুরুতর রক্তাক্ত জখম ও প্রধান আসামি ফয়সাল এর হাতে থাকা চাকু দিয়ে ভিকটিমের পেটের বাম পাশে মারাত্মকভাবে আঘাত করলে ঘটনাস্থলেই লুটে পড়ে। স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মারা যায়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই সিংগাইর থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব আসামীদের গ্রেপ্তার করেন।

র‌্যাব সিপিসি-৩ মানিকগঞ্জ কোম্পানী কমান্ডার লে:কমান্ডার মো.আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের সিংগাইর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মেসেঞ্জার/বাদল/তুষার