ঢাকা,  সোমবার
১৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কর্ণফুলীতে সিএনজি’র ধাক্কায় পথচারী নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:২০, ১৫ ডিসেম্বর ২০২৪

কর্ণফুলীতে সিএনজি’র ধাক্কায় পথচারী নিহত

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সিএনজি চালিত অটোরিশার ধাক্কায় মো. আনোয়ারুল ইসলাম (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার উপজেলার ফকিরনীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহত আনোয়ারুল ইসলাম আনোয়ারা উপজেলার বৈরাগ (৪নম্বর ওয়ার্ড) গুয়াপঞ্চক গ্রামের কাজী বরকতউল্লাহ মিয়াজীর বাড়ীর মৃত মোহাম্মাদ ছালামের ছেলে।

জানা গেছে, নিহত আনোয়ারুল নগরীর হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকেন। আজ নিজ বাড়ি আনোয়ারা থেকে হালিশহর যাওয়ার জন্য বের হয়েছিলেন। চাতরী চৌমুহনী থেকে ফকিরনীর হাট পর্যন্ত গিয়ে রাস্তা পার হচ্ছিলেন জুলধা মাতব্বর ঘাট যেতে। সেখান থেকে নদী পথে হালিশহর যাওয়ার কথা ছিল আনোয়ারুলের।

পুলিশ জানায় রবিবার বিকেলে ফকিরনীর হাটে রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজির অটোরিকশার ধাক্কায় নুরুল ইসলাম আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে আহত অবস্থায় কলেজ বাজার সাউথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় সিএনজি ধাক্কায় একজন মারা গেছে। ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্ৰক্রিয়াধীন রয়েছে।

মেসেঞ্জার/তুষার