ছবি : মেসেঞ্জার
কুড়িগ্রাম জেলা ঘোগাদহ এলাকাসহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থানের ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, ক্রাস, লাঠিসহ প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী হওয়ার পরও সফল স্বাবলম্বী ৩ প্রতিবন্ধীকে দেয়া হয়েছে বিশেষ পুরস্কার।
উপকরণ বিতরণ কার্যক্রমের অর্থায়ন ও কারিগরী সহযোগিতায় ইউরোপিয়ন ইউনিয়ন ও পিকেএসএফ। পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওরপিপল-ইরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর বাস্তবায়নে রয়েছে এনজিও টিএমএসএস।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা, প্রতিবন্ধীদের মুখে সফলতার গল্প বলাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এতে সভাপতিত্ব করেন এনজিও টিএমএসএস-এর লালমনিরহাট রিজোনাল ম্যানেজার মো. জাকারিয়া।
এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন, ফুলবাড়ী ইউপির সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য আন্জুমান আরা বেগম, টিএমএসএস-এর কারিগরী কর্মকর্তা (পুষ্টি) ওমর ফারুক, ইমরান হোসেন, প্রোগাম অফিসার জীবিকায়ন-এর আ. আলীম সরকার, কারিগরী কর্মকর্তা আলমগীর হোসেন, বেলাল হোসেন প্রমূখ।
মেসেঞ্জার/ইউনুছ/তুষার