ঢাকা,  সোমবার
১৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফটিকছড়িতে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২২:০৩, ১৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:২৯, ১৫ ডিসেম্বর ২০২৪

ফটিকছড়িতে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট ও বিবিরহাটে মেয়াদোত্তীর্ণ  ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় ফারুক মেডিকেল হল ও জনকল্যাণ ফার্মেসি, জনসেবা ফার্মেসি এবং করিম ড্রাগ নামক চার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা ও ৪ লাখ ছেচল্লিশ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ  করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ও সাথে ছিলেন চট্টগ্রাম ওষুধ প্রশাসনের  সহকারী পরিচালক এস এম সুলতালুন আরেফিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ উপজেলার নাজিরহাট পৌর সভায়  ও বিবিরহাট পৌর সভায় ফারুক মেডিকেল হল, জনকল্যাণ ফার্মেসি,জনসেবা ফার্মেসি ও করিম ড্রাগ নামক চারটি প্রতিষ্ঠান অনুমোদনহীন ওষুধ বিক্রি করছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা ও ৪ লাখ ছেচল্লিশ হাজার টাকার অনুমোদন হীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসনের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করি, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/কামরুল/তুষার