ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীর সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বড়উঠান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ মোবারক হোসেন।
গ্রেফতারকৃত মো. ইউসুফ বড়উঠান ৩ নম্বর দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকার নজীর আহমেদের ছেলে। তিনি একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। বড়উঠান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ মোবারক হোসেন বলেন, বাকলিয়া থানার একটি মামলায় মো. ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মেসেঞ্জার/আকাশ/এসকে/ইএইচএম