ঢাকা,  সোমবার
১৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দুর্নীতি মুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে: এয়াকুব আলী

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দুর্নীতি মুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে: এয়াকুব আলী

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, শতসহস্র বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি প্রথমবার প্রকৃত স্বাধীনতার স্বাদ অনুভব করেছিল। বিশ্বের মানচিত্রে একটি গর্বিত জাতি হিসেবে নিজেদের স্থান করে নিয়েছিল বাংলাদেশ। এ বিজয় এমনি এমনি আসেনি। তার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। অনেক রক্ত দিতে হয়েছে। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। 

সর্বশেষ যে পাকিস্তানি শাসকরা আমাদের পদানত করে রেখেছিল, তাদের সেই শৃঙ্খল ভাঙার কাজটি সহজ ছিল না। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে উনসত্তরের গণ-আন্দোলন, সত্তরের নির্বাচন, একাত্তরের শুরুতে অসহযোগ আন্দোলনসহ অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু বিগত ১৫ বছর ফ্যাস্টিট শেখ হাসিনার সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিজয় দিবসে শপথ নিতে হবে। 

রোববার (১৫ ডিসেম্বর) রাতে মহান বিজয় দিবস উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপির সভাপতি সাবেক মন্ত্রী ড. কর্ণেল অলির নের্তৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এম এয়াকুব আলী। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মো. মনসুর আলমের সভাপতিত্বে ও উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় পটিয়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পৌর এলডিপির সভাপতি আবদুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সওদাগর, পৌর এলডিপির সহ-সভাপতি ডা. রিজওয়ান আজাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম রানা, শামসুল আলম সিকদার, মো. ছৈয়দ, পৌর এলডিপির সদস্য সচিব মুজিবুর রহরমান, যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদেরুজ্জামান। 

এসময় উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, জঙ্গলখাইন ইউপি সভাপতি সেলিম চৌধুরী, খরনা ইউপি সভাপতি আবদুর রশিদ, শোভনদন্ডী ইউপি সভাপতি হারুনুর রশিদ, ছনহরা ইউপি বাবু অজিত দাশ, গণতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আমিনুল হক তামিম, পৌর এলডিপি নেতা কবির সওদাগর, মো. দেলোয়ার, ওসমান, শাহ আলম, মোজাম্মেল হক।

মেসেঞ্জার/রানা/এসকে/ইএইচএম