ছবি : মেসেঞ্জার
নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এরপর পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ জেলা প্রেস ক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করে।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।
মেসেঞ্জার/বেলায়েত/তুষার