ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ফরিদপুর প্রতিনিধি  

প্রকাশিত: ১১:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের গোয়ালচামটস্থ শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিবসটির কার্যত্রম শুরু হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়।

পরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা জানান।

এছাড়াও মুক্তিযুদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেসেঞ্জার/নাজিম/তুষার