ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে পালিত মহান বিজয় দিবস

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৫, ১৬ ডিসেম্বর ২০২৪

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে পালিত মহান বিজয় দিবস

ছবি : মেসেঞ্জার

শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়।

দিবসটি উপলক্ষে আজ সকালে বরিশাল নগরীর জেলা প্রশাসকের কার্যালয় সামনে স্থাপিত শহীদ মুক্তিযাদ্ধা স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্বিকৃতিক সংগঠন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এরপর সকাল সোয়া সাতটায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রশাসন, সামাজি ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সেচ্চাসেবী সংগঠন দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হচ্ছে। উল্লেখ্য, নগরজুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় সেনাবাহিনী,পুলিশসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।


 

মেসেঞ্জার/সাইদ/তুষার