ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ

ছবি : মেসেঞ্জার

সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ অন্যান্যরা। পরে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলার শিক্ষা প্রতিষ্ঠানেও অনুষ্ঠিত হয়েছে বিজয় উৎসব।

মেসেঞ্জার/দ্বিপাল/তুষার