দীর্ঘ ১৫ বছর পর নওগাঁয় বিএনপি উন্মুক্ত পরিবেশে বিজয় দিবসের আনন্দ র্যালি করেছে জেলা বিএনপি।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ফলে শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্নআহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, শফিউল আজম (ভিপি) রানাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
মেসেঞ্জার/বেলায়েত/তুষার