ছবি : মেসেঞ্জার
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল বিজয় মিছিল বের হয় শহর প্রদক্ষিণ করে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুুখ। এ সময় যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা শ্রমিক দল, মহিলা দল, জেলা জাসাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজিক ও সংস্কৃতিক সংগঠন।
এর আগে শহরের কুমুদিনী কলেজ মোড় থেকে জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিলের নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি বের করা হয়।
মেসেঞ্জার/মোস্তফা/তুষার