ছবি : সংগৃহীত
দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে। শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.২ ডিগ্রিতে নেমেছে। আজ সোমবার এখানে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন।
রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পরছে গোটা শ্রীমঙ্গল উপজেলা। শীত জেঁকে বসায় কষ্ট বেড়েছে শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষের। বিশেষ করে উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা বেশি।
এদিকে শীত বাড়ার সাথে সাথে বিচিত্র হতে শুরু করেছে এখানকার প্রকৃতির রুপ। চা-বাগানের সারি সারি ছায়াগাছগুলো সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধুসর কুয়াশার চাদরে। শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারন্য বাইক্কা বিলসহ হাওর, বিল, জলাশয় আর চা-বাগান লেকগুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি। প্রকৃতির এই রুপের সুধা পান করতে পর্যটকদের ভিড়ও বাড়তে শুরু করেছে সবুজ ঘন চা বাগানগুলোতে।
ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।
মেসেঞ্জার/কাজল/তুষার