ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রায়পুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৪

রায়পুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

লক্ষ্মীপুরের রায়পুরে মহান বিজয় দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালিত হয়।

সকালে রায়পুর উপজেলা চত্বরে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. ইমরান খানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে মুক্তিযুদ্ধের বীরগাঁথা তুলে ধরে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিজয়ের চেতনা ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন।  পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মেসেঞ্জার/সুমন/তুষার