ছবি : মেসেঞ্জার
নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার চাটমোহরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করে, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠাননের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ, চাটমোহর প্রেসক্লাব, রিকশা-ভ্যান শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপি অনুষ্ঠিত হয় বিজয় মেলা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, সরকারি কমিশনার {ভূমি) মেহেদী হাসান শাকিল, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম প্রমুখ।
মেসেঞ্জার/পবিত্র/তুষার