ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, জামালপুর

প্রকাশিত: ১৫:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ছবি : মেসেঞ্জার

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের দয়াময়ী এলাকায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক হাছিনা বেগমের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মৌসুমী খানম, সির্ভিল সার্জন ডা. ফজলুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে শহরের জিলা স্কুল মাঠে বিজয় মেলা, জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধদের সংবর্ধনাসহ নানান কর্মসুচির আয়োজন করা হয়েছে।

মেসেঞ্জার/দুলাল/তুষার