ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিজয় দিবসে সমাজ সেবা বিভাগের সহায়তায় মেলায় দেশীয় পণ্য সমাহার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে সমাজ সেবা বিভাগের সহায়তায় মেলায় দেশীয় পণ্য সমাহার

ছবি : মেসেঞ্জার

মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির সামনে মেলা শুরু হয়েছে। মেলায় তরুণ প্রজন্মের নানা দেশীয় পণ্য  স্থান পায়। জেলা সমাজ সেবা বিভাগের নানা সহায়তায় হাতের তৈরি পিঠা, মৃৎ শিল্পসহ দেশীয় পণ্য মেলায় আগতদের দৃষ্টি আকর্ষণ করে।

এ বিষয় জানতে চাইলে উপ-পরিচালক মো. শাফায়েত হোসেন তালুকদার দি ডেইলি মেসেঞ্জার বলেন, কোনোভাবে যেন দেশীয় পণ্য ব্যবহার ও তৈরিতে ভুলে না যায় তা মাথায় রেখে সমাজ সেবা থেকে নানা উন্নয়ন সংস্থা অনুমোদন ও উৎসাহ দেয়া হয়েছে। এ বিজয় বাঙালি জাতির, বাঙালি পণ্য আজ দেশ বিদেশে সমাদৃত।

মেলায় কথা হয় আদর্শ মহিলা সংস্থা মাহিদুল ইসলাম রাপির সাথে। তিনি জানান, আমি মূলত পড়ালেখা করি, পাশাপাশি আয়েশা আক্তার মুক্তার মহিলা সংস্থার মাধ্যমে একেবারে গ্রামের সাধারণ মানুষের উপকারে সচেষ্ট থাকি।

সমাজ সেবার আরেক সহকারী পরিচালক আবদুর রহমান দি ডেইলি মেসেঞ্জারকে জানান, তরুণ প্রজন্ম আমাদের প্রাণ, তাদের মাধ্যমে সমাজের ছিন্নমূল মানুষের নিকটে পৌঁছানোর সহজ চেষ্টা।

স্বপ্ন পুরণ সমাজ উন্নয়ন সংস্থার রুমানা জানান, মৃৎ শিল্প আমার খুব প্রিয়, তাই আমি মৃৎ শিল্পের এ পণ্য নিয়ে স্টল করেছি। পাশাপাশি বাংলাদেশ সমাচার পত্রিকায় কাজ করেন রুমানা। বিজয় দিবসে নানা পেশার লোক আনন্দ উৎসাহ ভাগাভাগি করতে ছুটে আসে। 

সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক মো. আবুল কাসেম জানান, আমি আসলে দেখছি আমাদের থেকে অনুমোদন পাওয়া  উন্নয়ন সংস্থা কতটা সমাজের জন্য কাজ করছে। মুক্তা সমাজ কল্যান ফাউন্ডেশন এর অন্যতম।

মেলায় ২০ টি স্টল স্থান পায়। জেলা প্রশাসনে আয়োজনে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। এদিকে শিল্পকলা একাডেমির মিলনায়তনে ৪৫০ মুক্তিযোদ্বা পরিবারকে সম্মাননা জানানো হয়। 

মেসেঞ্জার/মামুন/তুষার