ঢাকা,  সোমবার
০৬ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৭, ১৬ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত

ছবি: মেসেঞ্জার

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস মাঠে দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিজয় মেলায় অংশ গ্রহণ করে কুঠির শিল্প ও হস্তশিল্পের বিভিন্ন স্টল। এছাড়া বিভিন্ন শিক্ষার্থীদের জন্য বইয়ের স্টলের ব্যবস্থা করা হয়।

বিজয় মেলায় পিঠাপুলিসহ নানা রকমের খাবারের স্টলের আয়োজন করা হয়। এবারের বিজয় মেলায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের গ্রাফিকসের স্টলের আয়োজন করা হয়েছে।

 

মেসেঞ্জার/রাব্বিউল/জেআরটি