ছবি: মেসেঞ্জার
নওগাঁয় বিজয় দিবস ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন বনাম জেলা সুশীল সমাজের মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রিয়া সংস্থার সাবের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলুর ব্যাক্তিগত উদ্দ্যেগে প্রীতি ফুটবল টুনামেন্টে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন, লেঃ কঃ (অব)আব্দুল লতিফ খান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এনামুল হক সহ জেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির সুশীল ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা নির্ধারিত সময়ে ১-১ বলে ড্র হয়। শেষে প্লেয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
মেসেঞ্জার/বেলায়েত/জেআরটি