ছবি: মেসেঞ্জার
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মক্ত করে দেওয়া হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ জাহাজ বানৌজা শহীদ মহিবুল্লাহ উন্মক্ত রাখা হয়।
নৌবাহিনীর সকল নিয়ম মেনে যে কোন ব্যক্তি এ সময়ের মধ্যে যুদ্ধ জাহাজ ও জাহাজের সরঞ্জামাদি দেখার সুযোগ পাচ্ছেন। দুপুর ২ টায় জাহাজ উন্মক্ত করার কথা থাকলেও, সকাল থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মুক্তিযোদ্ধা পার্কে উপস্থিত হয়।
দুপুর ২ টা বাজার সাথে সাথে সারিবদ্ধ ভাবে সবাইকে জাহাজ পরিদর্শন করতে দেওয়া হয়। জাহাজে উপস্থিত দর্শনার্থীদের আস্ত্র,গোলাবারুদ ও গভীর সাগরে বাংলাদেশী জলসিমায় নৌবাহিনীর দায়িত্ব পালন পালন সম্পর্কে ধারনা দেন নৌ বাহিনীর সদস্যরা।
এসময় উপস্থিত দর্শনার্থীরা জাহাজ দেখে আনন্দ উপভোগ করেন। কেউ কেউ প্রথমবার সামরিক বাহিনীর জাহাজ দেখার সুযোগ পেয়ে আবেগ উৎপুল্ল হয়ে পড়েন।
মেসেঞ্জার/পান্থ/জেআরটি