ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফুলবাড়ীতে ৬নং সেক্টরের শহীদ লুৎফর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পন ও দোয়া

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১৬ ডিসেম্বর ২০২৪

ফুলবাড়ীতে ৬নং সেক্টরের শহীদ লুৎফর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পন ও দোয়া

ছবি: মেসেঞ্জার

মহান মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমানের কবরে  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পুষ্পার্ঘ্য অর্পন করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে কাছারীমাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অপর্ন করে শ্রদ্ধা জানানোর পরে বিশেষভাবে মহান মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পন ও পরে তার রুহের মাগফেরাতে দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মো. আবু জান্দাল এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপ¯ি’ত ছিলেন ফুলবাড়ীূ ইউএনও রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবর রহমান, শহীদ লুৎফর রহমানের সহযোদ্ধা হুমায়ুন কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

উল্লেখ্য যে, মহান মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমান ১৯৭১ সালে ২৬ মার্চ স্বাধীনতাযুদ্ধ ঘোষণার দুইদিন পর ২৮ মার্চ পাক পাকিনীর সঙ্গে সম্মূখযুদ্ধে লালমনিরহাট জেলার নেছারিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পাক বাহিনীর গুলিতে শহীদ হন।

তিনি জীবদ্দশায় ফুলবাড়ী উপজেলা সদরের গংগারহাট ক্যাম্পে ইপিআর পদে কর্মরত ছিলেন। ওই সময় ফুলবাড়ীতে একদল পাক বাহিনী প্রবেশ করলে লুৎফর রহমান তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ্য হয়ে ওঠেন।

তাদেরকে পরাস্ত্র করার জন্য তিনি পিছু নিলে এক সময় লালমনিরহাট জেলার নেছারিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পাক বাহিনীর সঙ্গে লুৎফর রহমানের সম্মূখযুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে পাকবাহিনীর গুলিতে শহীদ হন লুৎফর রহমান।

পরবর্তীতে তার সহযোদ্ধারা শহীদ লুৎফর রহমানের মরদেহ লালমনিরহাট থেকে এনে ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় দাফন করেন। এই শহীদ বীর মুক্তিযোদ্ধাকে সম্মান ও স্মরণীয় করে রাখতে তার নামে ফুলবাড়ী সদরে একটি সড়কের নামকরণ করা হয় শহীদ লুৎফর রহমান সরণি।

ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর মিলনায়তনের নামকরণ করা হয়েছে ‘শহীদ লুৎফর রহামান মিলনায়তন’। সর্বশেষ তার নামে ‘শহীদ লুৎফর রহমান স্মৃতি সংসদ ও পাঠাগার’ প্রস্তাবে রাখা হয়েছে।

মেসেঞ্জার/ইউনুছ/জেআরটি