ছবি: মেসেঞ্জার
মহান বিজয় দিবস ও এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার খুলনার কয়রা উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। এ ছাড়া রক্তের গ্রুপ এবং ডায়াবেটিস পরীক্ষাও করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ সচিব শামসুর রহমান মুকুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলাস্থ কালনা আমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, মঠবাড়ী পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ কামাল।
মানবিক এ উদ্যেগ আয়োজনের বিষয়ে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন সবুজ বলেন, 'আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত এবং তারা উন্নত চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সেবা নিতে আসা মমতাজ বেগম বলেন, "আমরা গ্রামের মানুষ শহরের স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারিনা তাই এএমপি'র উদ্যোগে এমন স্বাস্থ্য সেবায় আমরা অত্যন্ত খুশি।"
মেসেঞ্জার/কামাল/জেআরটি