ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৪

উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ছবি: মেসেঞ্জার

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় ।সোমবার (১৬ ডিসেম্বর) স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ বিভাগ,স্বাস্থ্য বিভাগ,প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিজয় মেলার অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিয়া, উলিপুর থানা অফিসার ইনচার্জ আইজিপি পদক প্রাপ্ত জীল্লুর রহমান সহ উলিপুর উপজেলার সর্বস্তরের জনগন।

এসময় সাধারণ জনগণের পক্ষ থেকে একটি সূত্র জানায় বিগত আওয়ামী সরকার দীর্ঘ ১৭ বছর একটানা শাসন করার পরেও এমন জাঁকজমকপূর্ণভাবে বিজয় দিবস উদযাপন করতে পারে নাই, তারা অপসংস্কার রাজনীতি ও ইতিহাস বিকৃতির কাজে ব্যাস্ত ছিলেন,তাই আজ তারা জনগণের থেকে বিছিন্ন, তাদের জন্য আফসোস।

এরপর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন পুলিশ, আনসার-ভিডিপি ও স্কাউট সদস্যরা। শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়া হয়। শেষে  বিজয় দিবসের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

মেসেঞ্জার/শাহিনুল/জেআরটি