ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৪, ১৭ ডিসেম্বর ২০২৪

বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

ছবি : মেসেঞ্জার

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈয়ন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। গুলির আঘাতে ছিদ্র হয়ে গেছে তার বাড়ির জানালার কাচ। ঘটনাস্থল থেকে ১৮ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রশিদ চৌধুরী বলেন, সোমবার রাতে তাঁরা বাড়িতে ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত ১টার দিকে বিকট আওয়াজ হয়। জেগে দেখতে পান জানালার কাচ ছিদ্র হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবারও অন্য একটি কক্ষের জানালায় গুলি করা হয়। এর পরক্ষণে আরও বেশ কয়েকটি গুলি করা হয়। শব্দে ঘরে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। রাত দেড়টার পর গুলির শব্দ থেমে যায়। এরপর তাঁরা দেখতে পান বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতরে এসেছে। পরে তিনি পুলিশে খবর দেন।

তিনি আরও বলেন, ‘আমি বিএনপি করলেও সাবেক প্রতিমন্ত্রীর কন্যা ফারজানা সারমিন পুতুলকে সমর্থন করি এবং তার সভা-সমাবেশে অংশ নিচ্ছি বলেই বিএনপির আরেকটি পক্ষ আমার বাড়িতে গুলিবর্ষণ করেছে বলে ধারণা করছি। আমরা এ ঘটনায় আতঙ্কে আছি। নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেব।’

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/খাদেমুল/তারেক