ছবি : মেসেঞ্জার
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ডিসেম্বর) সকাল ১০ টায় মির্জাগঞ্জ উপজেলার কাকড়া বুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের 'আশা' স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশা সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষার সুপারভাইজার মো. রাসেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক অজিত কুমার পাল। আরো উপস্থিত ছিলেন আশা গাবুয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ্ সেন্টার ইনচার্জ মোহাম্মদ আলি, মো. আলতাফ হোসেন, মো. মোসলেম মাস্টার। এসময় চিকিৎসক রোগীদের যত্নসহকারে পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি রোগীদের নানা পরামর্শসহ ফ্রি ওষুধ ও ব্যবস্থাপত্র দেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে এলাকার শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা নেন।
মেসেঞ্জার/মানিক/তুষার