ছবি : মেসেঞ্জার
পর্যটন শহর শ্রীমঙ্গলের সৌন্দর্য রক্ষা এবং পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে ফুটপাতমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
পর্যটক ও পথচারীদের চলাচলের সুবিধার্থে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড, ভানুগাছ রোড এবং হবিগঞ্জ রোডে অভিযান পরিচালনা করে ভাসমান দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ওকর্মচারীবৃন্দ।
অভিযানের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পর্যটন শহর শ্রীমঙ্গলকে যানজট মুক্ত রাখতে এবং পর্যটক, পথচারীসহ সকলের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/কাজল/তুষার