শহরের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভের ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা - টিডিএম।
মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার সহ সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও শহরের জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা সহ স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের মূল ফটকে অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে শহরের সুপারমার্কেট এলাকায় টানা কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রেখে,হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ভুক্তভোগীরা। পরে শীঘ্রই নিহত যুবদল নেতার হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে থানাসহ পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেয়া হয়।
এ সময় বিক্ষোভকারীদের অবরোধের কারণে কয়েক ঘন্টা শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়,এতে তৈরি হয় দীর্ঘ যানজট।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক ভালো অবস্থানের কারণে ঈর্ষান্বিত হয়ে প্রায় দেড় মাস আগে সদর উপজেলার চিতলিয়া বাজারে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয় শান্তকে।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন আবু ইলিয়াস শান্ত। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করলেও আসামিদের গ্রেপ্তারে কোন তৎপরতা নেই পুলিশের। ঘটনার শুরু থেকেই নীরব ভূমিকায় রয়েছে পুলিশ। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে নিহতের পরিবারের সদস্যরা।
ফলে আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলার এজহারে তালিকাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করা না হলে, থানাসহ পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করার আল্টিমেটাম দেয়া হয়।
এছাড়া নিহত যুবদল নেতা শান্ত'র হত্যাকারীদের গ্রেপ্তারে জেলা বিএনপির সাংগঠনিক সহযোগীতা না পাওয়া গেলে। বিএনপি নেতাকর্মীদের বয়কট করা হবে বলে মন্তব্য করেন। নিহতের স্ত্রী শান্তা ইসলাম সহ পরিবারের স্বজনরা।
উল্লেখ্য,গত ১ নভেম্বর হত্যা মামলার আসামীদের সাথে স্পীডবোটে করে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হয় যুবদল নেতা শান্ত। এরপর ঐদিন রাতে আসামীরা বাড়ির লোকজনকে জানায়,শান্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। পরে গুরুতর আহত অবস্থায় শান্তকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মামুন সরকার বাদী হয়ে এজাহারনামীয়সহ ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নিহত শান্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমশুরা এলাকার মৃত বোরহান সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি দুই শিশু সন্তানসহ স্ত্রী রেখে গেছেন।
মেসেঞ্জার/শুভ/তুষার