ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিজয় দিবসে সাতক্ষীরা ব্লাড ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩২, ১৭ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে সাতক্ষীরা ব্লাড ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

ছবি : মেসেঞ্জার

মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ব্লাড ব্যাংক।

সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাতক্ষীরার দেবহাটার সখীপুর এলাকার শেখপাড়ায় ৪৫ জন এবং সদর উপজেলার আলীপুরের মাহমুদপূর গ্রামে ১৫ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও গ্রু‌প সদস্যদের মা‌ধ্যমে ১৫‌টি কম্বল বিতরণ করা হয়।

এসময় এডমিন প্যানেল সদস্য আক্তারুজ্জামান, সি‌নিয়ার সদস্য মো. হাবিবুর রহমান, আসমা খাতুন, সাজ‌নিন সুলতানা, মো. সা‌কিল আহমেদ, শারমিন আক্তার, তারানা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এডমিন প্যানেল সদস্য আক্তারুজ্জামান বলেন, সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবার‌ ২০১৭ সালের ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। রক্তদানের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, রোজাদারদের ইফতারি এবং ঈদ, পূজায় বস্ত্র বিতরণ, বন্যার্তদের ত্রাণ বিতণর কায়ক্রমে এক ঝাঁক তরুন-তরুণী মেধাবী সেচ্ছাসেবকের মাধ্যমে  আমাদের মান‌বিক কার্যক্রম চ‌লছে।

সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা পরিবারের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারও ৭৫ শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম দেখে দেশি-বিদেশি অনেকেই সহায়তা করেছেন। নিউইয়র্ক , কু‌য়েত প্রবাসী কয়েকজন আপু এবং সিংঙ্গাপুর, সৌদি আরব, কাতার, ইত্যাদি প্রবাসী ভাইয়েরা আর্থিক সহায়তা দিয়েছেনে সেজন্য তাদের জন্যবাদ জানাচ্ছি।

মেসেঞ্জার/আসাদ্দুজামান/তুষার