পটিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভায় বক্তব্য রাখছেন রোকেয়া বেগম - টিডিএম।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত পটিয়া উপজেলা স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভাটি ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ ধলঘাট বীরকণ্যা প্রীতিলতা ট্রাস্ট হলে অনুষ্ঠিত হয়েছে।
“গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় পটিয়া উপজেলার সরকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি পটিয়ায় নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আজকের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা, গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অর্জন, পরবর্তী করনীয়সহ জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় পটিয়ার ইউনিয়ন পরিষদসমূহে গ্রাম আদালত সক্রিয় করার জন্য নব নিযুক্ত ইউএনও মহেদয়কে অবগত করা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটিকে সক্রিয় ও এই কমিটির কর্মসূচি নিয়ে প্রচারনা চালানোর জন্য পটিয়া আদালতের যুগ্ম জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পূর্নবাসন বিষয়সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়।
উপজেলা দুর্ণীতি দমন কমিটি ও ষ্টিয়ারিং কমিটির সদস্য শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ও পটিয়া স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ফেরদৗস আহম্মদ। তাকে সহযোগিতা করেন উন্নয়ন কর্মকর্তা এসএম এরশাদুল করিম।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, কেলিশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, তথ্যআপা-তথ্য সেবা কর্মকর্তা - মর্জিনা বেগম, দৈনিক প্রথম আলো পটিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক, সনাক-টিআইবির সহ-সভাপতি শিলা দাস, বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়া উপজেলার সম্পাদক মদিনা বেগম, তারনা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সোলায়মান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ও ইনসুরেন্সের শিক্ষার্থী তৈয়বা জান্নাত অংশগ্রহণ করেন।
উল্লেখ থাকে যে, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি মুখ্য ভুমিকা পালন করছে।
মেসেঞ্জার/তুষার