ছবি : মেসেঞ্জার
নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মালেক।
সাবেক ছাত্রনেতা মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. হানিফ, ডুমুরুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু বক্কর ছিদ্দিক, সেক্রেটারি মাওলানা আবু বক্কর এম এ, ইউনিয়ন শ্রমিক কল্যানের সভাপতি মাওলানা জাফর আহম্মেদ, সেনবাগ সদর শিবির সভাপতি আবু বক্কর ছিদ্দিক সুজন, ডমুরুয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আবু ছালে জিহাদীসহ স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মহান বিজয় দিবস উপলক্ষে কিশোকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ব্যাডমিন্টন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
মেসেঞ্জার/তুষার