ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

প্রগ্রেসিভ কর্তৃক বিলাইছড়িতে কর্মশালার আয়োজন

বিলাইছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রগ্রেসিভ কর্তৃক বিলাইছড়িতে কর্মশালার আয়োজন

ছবি : মেসেঞ্জার

বিলাইছড়িতে প্রোগ্রেসিভ এর আয়োজনে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারী দল এবং স্টেকহোল্ডারদের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) FIMI-Ayni Fund এর সহযোগীতায় প্রোগ্রেসিভ কর্তৃক বাস্তবায়নাধীন “ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি” (EEEIW) প্রকল্প এর আয়োজনে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

শুরুতে প্রোগেসিভ এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন কার্য়ক্রম নিয়ে আলোচনা করেন প্রকল্প অফিসার সুরো চাকমা। এ সময় প্রোগ্রেসিভ এর এডমিন ও ফাইন্যান্স অফিসার প্রতুল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান জ্যোতিময় চাকমা, কার্বারী কল্প রঞ্জন চাকমা ও থুই প্রু মারমা, ইউপি (নারী) সদস্য রিতা চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, গণমাধ্যমকর্মী অসীম চাকমা প্রমূখ।

এ সময় প্রকল্পের বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী নারী দলের সদস্যরা বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রকল্পটির মাধ্যমে আমরা নারীরা কমিটি গঠনের মাধ্যমে একতাবদ্ধ হয়ে সঞ্চয় জমানোর পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বীমূলক বিভিন্ন কার্য়ক্রম চালিয়ে যাচ্ছি। এ সময় তারা আরও বেশি করে সহযোগীতা ও ব্যবহারিক ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণের কামনা করেন।

মেসেঞ্জার/অসীম/তারেক