ছবি : মেসেঞ্জার
পটিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নের্তৃত্বে (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা বের করা হয়।
এতে তিনি বলেন, কোন একক নেতার নের্তৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়নি। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলার মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। ১৫ বছর আওয়ামী লীগ সেই ইতিহাস মুছে দিতে চেয়েছিল। তিনি তারেক রহমানের নের্তৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি (১৬ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রা শেষে স্মৃতিসৌধে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এস এম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, কলিম উল্লাহ চৌধুরী, নাছির উদ্দিন, আবু জাফর চৌধুরী, জাফর আহমদ ফারুকী, নুরুল আমিন মধু, মোহাম্মদ শওকত, শাহ্ আলম, মো. নাজমুন, মাহবুব আলম মেম্বার, মোহাম্মদ মামুন, মো. শাহজাহান মধু, শফিকুল আলম, মো. ফারুক, মামুন শিকদার, মঈন উদ্দিন, আক্তার হোসেন, এম এ রুবেল, মামুনুর রশীদ প্রমুখ।
মেসেঞ্জার/রানা/তারেক