ছবি : মেসেঞ্জার
বগুড়ায় মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে আবাসিক হোটেল ম্যানেজার পিতা বিপুল ইসলাম মুকুল (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের মাটিঢালি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপড়া গ্রামের মজিদ ব্যপারির ছেলে।
সম্প্রতি নিজ মেয়েকে বিয়ে দেওয়ায় প্রেমিক ক্ষুব্ধ হয়ে তার দলবল নিয়ে এসে এ হত্যাকাণ্ড সংঘটিত করে। সে মাটিডালি এলাকাতে সান সাইন নামের একটি আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন। তিনি বলেন, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, বিপুলের একমাত্র মেয়ের কয়েকদিন পুর্বে এক সেনাবাহিনীর ছেলের সাথে বিয়ে হয়। কিন্তু পরিবারের অজান্তে মাটিডালি এলাকার উত্তরপাশের মোজামনগর এলাকার মো. হাফিজার রহমানের ছেলে শামিম নামের এক যুবকের সাথে মেয়েটির প্রেম ছিল।
বিষয়টি বিয়ের পরে জানতে পারে পরিবার। এবং বিয়ের পর থেকেই নিহত মুকুলকে হত্যার হুমকি দিতে থাকে ওই প্রেমিক শামিম। এক পর্যায়ে মেয়েটির সাথে পুনরায় সু-কৌশলে যোগাযোগ করে বের করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য থানায় একটি অভিযোগ দায়ের করে মেয়ের বাবা নিহত বিপুল।
এতে প্রেমিক ওই ছেলে ক্ষিপ্ত হয়ে তার সহপাঠিদের নিয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে নিহত বিপুলের কর্মস্থল মাটিডালি এলাকার সানসাইন আবাসিক হোটেলের গেটের পাশে ওৎ পেতে বসে থাকে। বিকেলে বিপুল হোটেলের গেটে বের হতেই ঘাতকরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় বিপুলের চিৎকারে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে গুরুত্বরর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তবে সারারাতে কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
মেসেঞ্জার/আলমগীর/তারেক