ছবি : সংগৃহীত
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় তাঁর ভাইয়ের করা মারধর, ভাঙচুর ও বিস্ফোরক মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিরা হলেন- চন্দন দাস, রুমিত দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস, নয়ন দাস, গগন দাস, দুর্লভ দাস, সুমিত দাস ও মনু দাস।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন দ্যা ডেইলি মেসেঞ্জারকে বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে তাঁর ভাইয়ের করা মারধর, ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন আসামিদের উপস্থিতিতে মঞ্জুর করেছেন আদালত।
এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই দিনে আলিফের ভাই জানে আলম বাদী হয়ে ১১৬ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও বিস্ফোরক মামলা করেন।
আসামিরা এর আগে হত্যা মামলায় গ্রেপ্তার হন। এছাড়া আসামি চন্দন ও রাজীব আলিফ হত্যার স্বীকারোক্তি দিয়েছেন আদালতে।
মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার