ছবি : মেসেঞ্জার
চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সাংসদ এম এ লতিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া দ্যা ডেইলি মেসেঞ্জারকে বলেন, পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। এ ঘটনায় ৭৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার থেকে ১২শ জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি। গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার