ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সেল কাউন্টার মেশিনের মাধ্যমে সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ড) পরীক্ষার সেবা চালু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।
জানা যায়, অত্যন্ত দামী এই মেশিন কোন প্রকার সরকারি বরাদ্দ ব্যতীত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনের আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় ব্যবস্থাপনায় অত্র হাসপাতালে প্রথমবারের মতো সংযোজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “এটি লোহাগাড়ার স্বাস্থ্যসেবায় একটি নতুন যুগের সূচনা। আধুনিক প্রযুক্তির এই সেবা রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, সেল কাউন্টার মেশিনের মাধ্যমে সিবিসি পরীক্ষা দ্রুত ও নির্ভুলভাবে রক্তের হিমোগ্লোবিন, শ্বেত রক্তকণিকা,লোহিত রক্তকণিকা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের পরিমাণ নির্ণয় করা সম্ভব। এতে রোগীদের রক্তশূন্যতা, সংক্রমণ, এবং অন্যান্য রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সেবার মাধ্যমে এলাকার জনগণ আরও উন্নত এবং দ্রুত চিকিৎসা সেবা পাবে বলে সবাই আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সকল কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও নার্সগণ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/রায়হান/তারেক