ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শিক্ষার গুনগত মান নিশ্চিতে একযোগে কাজ করতে হবে : রেমিটেন্সযোদ্ধা মাহবুব মির্জা

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৬:৩৬, ১৮ ডিসেম্বর ২০২৪

শিক্ষার গুনগত মান নিশ্চিতে একযোগে কাজ করতে হবে : রেমিটেন্সযোদ্ধা মাহবুব মির্জা

পটিয়ার ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউট পরিদর্শন করছেন রেমিটেন্সযোদ্বা মাহবুব আলম মির্জা - টিডিএম।

পটিয়ার ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইন্সটিটিউট পরিদর্শন করেছেন পটিয়ার কৃতি সন্তান সফল রেমিটেন্সযোদ্বা মাহবুবুল আলম মির্জা। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুরন্জন চক্রবর্তী, সিনিয়র শিক্ষক- ফরিদুল ইসলাম, শিমুল কান্তি পাল, গোপাল কান্তি নাথ, সহকারী শিক্ষক কিংকুমার দে, সুমন চন্দ্র দেব, উজ্জ্বল দে, সমাজ সেবক মো. সেলিম, ইউপি সদস্য মো. আবু তালেব, মো. আসকর, মো. করিম (মিয়া), মো. জমির প্রমূখ।

এ সময় রেমিটেন্সযোদ্বা মাহবুবুল আলম এ বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বড় বড় বিল্ডিং না করে মান সম্মত শিক্ষার প্রতি নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি পটিয়ায় টাকার অভাবে যদি কারো শিক্ষা বন্ধ হওয়ার উপক্রম হয় তাহলে তাকে জানানোর আহবান জানান।