ছবি : মেসেঞ্জার
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় রেমিট্যান্স যোদ্ধা জাহাঙ্গীরের প্রবাসীর স্ত্রী শাহনাজ আক্তার পিংকির হত্যাকারী খালেদ সাইফুল্লাহর বিচারের দাবীতে হাজীপুরবাসী মানববন্ধন করেছে। এ সময় নিহত শাহনাজের বোন সুমিসহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে নিহতের বোন সুমি বলেন, গতকাল ১৭ ডিসেম্বর খালেদ সাইফুল্লাহ তার বিরুদ্ধে ডাকাতি মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এ সময় শাহনাজ অনীহা প্রকাশ করলে খালেদ সাইফুল্লাহ দেশীয় অস্ত্র দিয়ে দিনে দুপুের তাকে কুপিয়ে হত্যা করে।
সুমি আরো বলেন, গত আগস্টে যখন চৌমুহনী শহরে হাজীপুর বন্যার পানিতে তাদের বসতঘর ডুবে যায় তখন খালেদ সাইফুল্লাহসহ একদল ডাকাত তার বোনের বাসায় ডাকাতি করে। এ ব্যাপারে তিনি বেগমগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
চিকিৎসা পরিষদের উপদেষ্টা হাবিবুর রহমান, মানবিক সেবা এনজিও এডমিন আবদুল্লাহ নুর ও মো. সোলেমান বক্তব্য রাখেন। তারা বলেন, আজ যখন আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হচ্ছে, যখন রেমিট্যান্স যোদ্বাদের অধিকারের কথা বলা হচ্ছে তখন এমন নারকীয় ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে শাহনাজ আক্তার পিংকির হত্যাকারী খালেদ সাইফুল্লাহকে গ্রেপ্তার সা করলে থানা ঘেরাও করার ঘোষণা দেন। এছাড়া মানববন্ধনে আগতরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
দুই সন্তানের জননী শাহনাজ হত্যার ঘটনায় হাজীপুর ৮ নং ওয়াডের জনগণ প্রতিবাদ অংশগ্রহণ করেন।
মেসেঞ্জার/তুষার