ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চকরিয়ায় ডাবল হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪১, ১৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ডাবল হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের মানিকপুরে সেলিম উদ্দিন ও শফি আলম চৌকিদার হত্যাকাণ্ডে মামলার ২ আসাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরণদ্বীপ এলাকার সাহাব মিয়া মাঝির পুত্র আমির হোসেন (২৩) ও গোলাম কবিরের পুত্র রুহুল কাদের(২৪)। গ্রেপ্তারকৃত দু’জনের বাড়ি একই এলাকায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ১৮ ডিসেম্বর সকালে চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের মানিকপুর এলাকায় সেলিম উদ্দিন ও শফি আলম চৌকিদার হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার করে চকরিয়া থানায় হস্তান্তর করে। চকরিয়া থানা পুলিশ ডাবল মার্ডার মামলার ২ আসামীকে আদালতে প্রেরণ করে।

মেসেঞ্জার/হাফিজ/তুষার