ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আশুলিয়ায় গোডাউন থেকে ৩৫ লাখ টাকার সিগারেট চুরি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ায় গোডাউন থেকে ৩৫ লাখ টাকার সিগারেট চুরি

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় মানিক এন্টারপ্রাইজ নামে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) কোম্পানির একটি পরিবেশক প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৩৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।

জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠান মানিক এন্টারপ্রাইজের মালিক দীপক চন্দ্র সাহা মানিক বলেন, রাতে গোডাউনের নিরাপত্তা কর্মী গোডাউনের পাশের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। ভোররাত ৩টার কিছু সময় পর মাস্ক পরিহিত অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গোডাউনের গেইট কেটে ভেতরে প্রবেশ করে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল।

তিনি আরও বলেন, তারা ৩৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে একটি পিকআপে তুলে নিয়ে যায়, যা গোডাউনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তীতে সকালে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

আশুলিয়ার থানার আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, রাতে সিকিউরিটি গার্ড গোডাউনের পাশের একটি রুমে ঘুমিয়ে থাকার সময় দুর্বৃত্তরা গোডাউনের দরজা কেটে প্রবেশ করে এবং কিছু সিগারেট পিকআপে করে নিয়ে চলে যায়। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তদন্ত শুরু করেছি। এছাড়াও, ভুক্তভোগীদের থানায় একটি অভিযোগ দিতে বলা হয়েছে।

মেসেঞ্জার/নোমান/তুষার